হিফজ বিভাগ
১. অনুর্ধ্ব তিন বছরে পূর্ণ কুরআনে কারীম হিফয করানোর
ব্যবস্থা।
২. ৪র্থ বছর হিফয পাকা-পোক্ত করার জন্য শোনার ইন্তেযাম। পাশাপাশি কিতাব
বিভাগের ভর্তির প্রস্তুতি স্বরূপ উর্দু কায়িদা পড়ানোর ব্যবস্থা করা।
৩. আন্তর্জাতিক মানের দক্ষ কারী দ্বারা তেলাওয়াতের (হদর ও তারতীল উভয় ভাবে)
মশক করানো।
৪. আমল-আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
৫. সার্বক্ষণিক নেগরানীর বিশেষ ইন্তেযাম।