মারকাযুল কুরআন মুহাম্মদপুর-Markazul Quran Muhammadpur Markaz Muhammadpur Dhaka Madarsa মারকাযুল কুরআনা ঢাকা মুহাম্মদপুর বাংলাদেশ

মারকাযুল ‍কুরআনে পরিচিতি

বিসমিহী তা‘আলা

আলহামদুলিল্লাহ ইংরেজী ২০২০ সাল মুতাবেগ হিজরীবর্ষ ১৪৪১ এর রমাযান মাসে জামি‘আ ইবনে মাসউদ রাযি. মাদরাসাটি আল্লাহর অশেষ মেহেবানীতে প্রতিষ্ঠা লাভ করে। যখন সারা পৃথিবী এক মহামারীর কবলে আটকে পরে ছিল; কোথাও কারো বের হওয়ার রাস্তা নেই, মানুষ এক অস্থির পরিবেশে গ্রেফতার, সারা দুনিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের দরজা যখন বন্ধ ঠিক ঐ মুহূর্তে জন্ম লাভ করে আমাদের সকলের প্রাণপ্রিয় জামি‘আ ইবনে মাসউদ রাযি. মাদরাসা। বসিলার গার্ডেন সিটি হাউজিং-এর একটি ভাড়া বাড়িতে ঐ অস্থির পরিবেশ থেকে মানুষকে হেফাজত করার জন্য, আল্লাহর দেয়া আযাব থেকে মানুষকে মুক্তি দেয়ার মানসে আল্লাহর পবিত্র কালামের দারসের মাধ্যমে এই জামি‘আর শিক্ষা কার্যক্রম শুরু হয়।

আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ! আল্লাহ রাব্বুল আলামীন আমাদের মাদরাসার দারসকে কবুল করেন। এর কিছুদিন পরই ঐ ভয়াভহ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকা সারা বাংলাদেশের দীনী প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চালু হয়।

উক্ত জামি‘আর প্রধান মুরুব্বী হযরতওয়ালা শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক সাহেব দা. বা.।

আলহামদুলিল্লাহ অল্প কয়েক দিনেই মকতব, নাযেরা, হিফয বিভাগ ও কিতাব বিভাগের নাহবেমীর পর্যন্ত জামা‘আতে অনেক ছাত্র ভর্তি হয়েছে। আল্লাহ তা‘আলা এই জামি‘আকে কবুল করেন এবং খুব দ্রুত এর ফয়ুজ ও বারাকাত দেশ থেকে দেশান্তরে পৌছিয়ে দিন।

Scroll to Top