প্রতিষ্ঠার লক্ষ্য
আল্লাহ তা’আলার মেহেরবানীতে বিগত ২০১৮ ঈ. সনে মুফতীকুল শিরমণি হযরত মুফতী মনসূরুল হক সাহেব দাঃ বাঃ এর সু-পরামর্শে “মারকাযুল কুরআন মুহাম্মদপুর ঢাকা” নামে নূরানী ও হিফজুল কুরআন বিভাগ পর্যন্ত একটি কওমী মাদরাসা ভাড়াকৃত ভবনে প্রতিষ্ঠিত হয়। আল্লাহর অশেষ হেমেরবানীতে মাত্র তিন বছরে ব্যাপক উন্নতি লাভ করে। বর্তমানে নূরানী দ্বিতীয় শ্রেীন, নাজেরা, হিফজুল কুরআন ও বয়স্ক দ্বীন শিক্ষাসহ কিতাব বিভাগ পর্যন্ত উন্নীত হয়েছে। যা বালক/বালিকা আলাদা শাখায় ভাড়াকৃত ভবনে শিক্ষাকার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
অত্র মাদারাসার স্থায়ী ক্যাম্পাস না থাকা এবং ভাড়াকৃত ভবনে প্রশস্থ জায়গা না থাকার কারণে মাদরাসার সকল শিক্ষ শিক্ষার্থীরা একসাথে নামায আদায় করা, সুস্থিরভাবে লেখাপড়া করা এবং আবাসিক কষ্টসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। উক্ত বিষয়গুলো বিবেচনা করে প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য স্থায়ী জায়গা ক্রয়ের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।