হিফজুল কুরআন

এই বিভাগে মেধাবী ও নিবেদিত শিক্ষার্থীদেরকে পুরো কুরআন শরীফ মুখস্থ করানো হয়। প্রতিদিনের নির্দিষ্ট রুটিন ও নিয়মানুবর্তিতার মাধ্যমে হিফজ সম্পন্ন করা হয় অভিজ্ঞ হাফেজ শিক্ষকদের তত্ত্বাবধানে।
এখানে শিক্ষার্থীদের মনোযোগ, ধারাবাহিকতা, ও আমলিক আদর্শ গঠনে বিশেষ নজর দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে সমাজে একনিষ্ঠ হাফেজে কুরআন হিসেবে ভূমিকা রাখতে পারে।

Copyright 2025, All Rights Reserved | Maintained by Nexgrowix