৩১৩ আজীবন সদস্য ফরম
নিয়মাবলি:
১. কমপক্ষে এক লক্ষ টাকা এককালীন অথবা কিস্তির মাধ্যমে
পরিশোধ করলে প্রতিষ্ঠাতা সদস্য হওয়া যায়।
২. আর প্রতি বছর তিন হাজার বা ছয় হাজার টাকা করে দিলে বা
প্রতি মাসে কমপক্ষে পাঁচশ টাকা করে দিলে সাধারণ আজীবন সদস্য হওয়া যায়।
৩. সদস্য হতে চাইলে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হয়।
৪. সদস্য হওয়ার পর জামি‘আর দফতরে সংরক্ষিত বিশেষ রেজিস্টারে
সদস্যের নাম তালিকাভূক্ত করে সদস্য নং ও প্রয়োজনীয় তথ্য সম্বলিত সম্মাননা
“সনদপত্র” দেয়া হয়।
৫. শুধুমাত্র সাধারণ দানের টাকা আজীবন সদস্য চাঁদা হিসাবে
গ্রহণ করা হয়। যাকাত, ফিতরা,
মান্নত ও কাফফারার টাকা এ ফান্ডে গ্রহণ করা হয় না। (লিল্লাহ
ফান্ডে গ্রহণ করা হয়।)
৬. বৎসরে একবার সকল সদস্যকে দাওয়াত করে আপ্যায়ন করা হয় এবং
বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করত: জামি‘আর কল্যানে তাদের মূল্যবান পরামর্শ ও
সহযোগিতা কামনা করা হয়।
৭. বিশেষ কোন প্রয়োজন দেখা দিলে বছরের যে কোন সময় পরামর্শের
জন্য আহ্বান করা হয়।