নাজেরা বিভাগ

যারা কুরআন শরীফ সঠিকভাবে পড়তে চায়, তাদের জন্য নাজেরা বিভাগে অভিজ্ঞ কারীদের তত্ত্বাবধানে তাজবীদ ও মাখরাজ অনুসারে পাঠ শেখানো হয়। এখানে শিক্ষার্থীরা ধীরে ধীরে পুরো কুরআন শরীফ সুন্দরভাবে তিলাওয়াত করতে সক্ষম হয়। এই কোর্সে বিশেষ গুরুত্ব দেওয়া হয় উচ্চারণের শুদ্ধতা, মনোযোগ ও ধারাবাহিক অনুশীলনের ওপর।

Copyright 2025, All Rights Reserved | Maintained by Nexgrowix