নূরাণী শিক্ষা
এটি মারকাযুল কুরআনের প্রাথমিক স্তর, যেখানে ছোট শিশুদের ইসলামী ও সাধারণ শিক্ষার ভিত্তি তৈরি করা হয়। এই কোর্সে আরবি হরফ চেনা, সঠিক উচ্চারণসহ তাজবীদে কুরআন পড়া, বাংলা ভাষার মূল ধারণা, প্রাথমিক অঙ্ক ও ইংরেজি শেখানো হয়। শিশুদের জন্য এটি এক আদর্শ পরিবেশে পরিচালিত হয়, যাতে তারা ইসলামী নীতি ও আদবের সাথে শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে।
Copyright 2025, All Rights Reserved | Maintained by Nexgrowix