হাদিস শিক্ষা
এই বিভাগে সহীহ হাদীসসমূহ অধ্যয়ন, ব্যাখ্যা এবং রাসূলুল্লাহ ﷺ এর জীবনাদর্শ ও চরিত্র শিক্ষা প্রদান করা হয়।
এখানে ছাত্ররা হাদীসের সূত্র, ব্যাখ্যা, প্রয়োগ ও ইসলামী শাসনের আলোকে বাস্তব জীবনে হাদীসের প্রয়োগ শিখে।
এটি ইসলামি জ্ঞানচর্চার অন্যতম শীর্ষ স্তর, যা ছাত্রদেরকে একজন জ্ঞানী ও আমলদার আলেম হিসেবে গড়ে তোলে।
Copyright 2025, All Rights Reserved | Maintained by Nexgrowix